‘জনসংখ্যাকে কারিগরি শিক্ষায় জনসম্পদের পরিণত করতে হবে’

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‘দেশের বিশাল জনসংখ্যাকে কারিগরি শিক্ষার মাধ্যমে জনসম্পদে পরিণত করতে হবে। সেই লক্ষ্যে সরকার কাজ করছে। এই লক্ষ্যমাত্রা পর্যায়ক্রমে এগিয়ে চলেছে।’
আজ শনিবার দুপুরে খুলনার রূপসা উপজেলার সরকারি বঙ্গবন্ধু কলেজ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও ডিজিটাল ক্যাম্পাস উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।
দীপু মনি বলেন, ‘এখন তথ্য-প্রযুক্তির যুগ। এখন সবকিছু দ্রুততম সময়ের মধ্যে পাল্টে যাচ্ছে। আমরা আজকে যেটা শিখছি পাঁচ বছর সেটা কাজে নাও আসতে পারে। কিন্ত আমাদের শিখতে হবে কী করে শিখতে হয়। আমরা যদি আমাদের শিক্ষার্থীদের শেখাতে পারি যে, কীভাবে সময়ের সঙ্গে টিকতে হয়, পরিবর্তনের সঙ্গে সঙ্গে কী করে টিকে থাকতে হয়- তাও শিখব। আমাদের জীবনমান পরিবর্তনের জন্য প্রতিনিয়ত শিখতে হবে। অর্থাৎ আমরা জীবনব্যাপী শিক্ষার ওপর জোর দিতে চাচ্ছি। শিক্ষার্থীদের ওপর চাপ কমিয়ে আনন্দমুখর পরিবেশে শিক্ষা দিতে হবে।’
বর্তমান পরিবর্তনশীল উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষার মাধ্যমে নিজেকে তৈরির করা জন্য শিক্ষার্থীদের আহ্বান জানান শিক্ষামন্ত্রী।
কলেজের অধ্যক্ষ সরকার ফেরদৌস আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন, জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ, পুলিশ সুপার এস এম শাফিউল্লাহ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাভভোকেট সুজিত অধিকারী, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা, রূপসার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাসরিন আক্তার ও সাবেক সংসদ সদস্য মোল্লা জালাল উদ্দিন প্রমুখ।
এ ছাড়া অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন যশোর মাধ্যমিক ও উচ্চ শিক্ষাবোর্ডের চেয়ারম্যান মো. আমীর হোসেন ও মাধ্যমিক ও উচ্চশিক্ষা-খুলনার পরিচালক মো. হারুনুর রশীদ।
এর আগে শিক্ষামন্ত্রী কলেজের শহীদ শেখ আবু নাসের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং ডিজিটাল ক্যাম্পাসের উদ্বোধন করেন।