জবির ফটকের সামনে তিনজন আটক

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দক্ষিণ পাশের ফটকের সামনের রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি ও চাঁদাবাজি করার অভিযোগে তিন যুবককে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ। আজ রোববার দুপুরে সব ধরনের যানবাহন থেকে টোল ফি আদায়ের নামে বেশি টাকা নেওয়ার অভিযোগের ভিত্তিতে তাদের হাতেনাতে আটক করা হয়।
আটক তিনজন হলেন শাহিন (২২), নিরব (২২) ও রাজিব হোসেন নূর (২৪)।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নাম সংবলিত পোশাকে বেশ কয়েকজন যুবক নিয়মিত টোল ফি আদায় করে আসছে। তারা রিকশা, সিএনজিচালিত অটোরিকশা, ভ্যান, ট্রাক এমনকি কুলিদের থেকেও নিয়মিত ১০-৫০ টাকা টোল নিচ্ছিলেন।
জানা যায়, মিনহাজ এন্টারপ্রাইজ ইজারাদারের তত্ত্বাবধানে তারা টোল আদায় করেন। মূলত সিটি করপোরেশন থেকে ইজারা নেওয়ার মাধ্যমে এ টোল আদায় করা হয়।
সিটি করপোরেশনের পরিবহণ বিভাগের শিডিউল থেকে জানা যায়, শুধু সিএনজিচালিত অটোরিকশা থেকে প্রতি ট্রিপে ১০ টাকা নেওয়া যাবে।
এই বিষয়ে পুলিশ জানিয়েছে, সিএনজিচালিত অটোরিকশা থেকে অতিরিক্ত টোল ও যেসব যানবাহন থেকে টোল নেওয়া যাবে না তাদের কাছ থেকেও টোল নেওয়ার অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে।
এ বিষয়ে কোতোয়ালি থানার পরিদর্শক (অপারেশন) নাজমুল হক বলেন, যাদেরকে টাকা উত্তোলনের জন্য নিয়োগ দেওয়া হয়েছে, তারা নিজেরাও জানে না যে কোনটা করা যাবে আর কোনটা করা যাবে না। পুলিশের বৈধ নির্দেশনা অমান্য করে রিকশা, ভ্যান, সিএনজিচালিত অটোরিকশার গতিরোধ করে চলাচলের প্রতিবন্ধকতা সৃষ্টির করার অপরাধে তাদের আটক করা হয়েছে। এক্ষেত্রে পুলিশ আইন অনুযায়ী ব্যবস্থা নিবে।
সংশ্লিষ্ট ইজারাদার প্রতিষ্ঠান মিনহাজ এন্টারপ্রাইজ কর্তৃপক্ষের সঙ্গে এ বিষয়ে কথা বলতে যোগাযোগের চেষ্টা করেও সাড়া পাওয়া যায়নি।