জবি শিক্ষার্থীদের সঙ্গে প্রতারণা করা হচ্ছে : ছাত্রশিবির সভাপতি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের সঙ্গে উচ্চশিক্ষার নামে প্রতারণা করা হচ্ছে বলে মন্তব্য করেছেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম।
আজ বুধবার (১৪ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে জবি শিক্ষার্থীদের আন্দোলনে সংহতি জানিয়ে শিবির সভাপতি এ কথা বলেন।
জাহিদুল ইসলাম বলেন, ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ইতিহাস ও ঐতিহ্য জড়িত। দেশের সব গুরুত্বপূর্ণ আন্দোলনে জবির ছাত্ররা সক্রিয় ভূমিকা রেখেছে। তবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের প্রাপ্য সুযোগ-সুবিধা থেকে বরাবরই বঞ্চিত। তাদের সঙ্গে উচ্চশিক্ষার নামে প্রতারণা করা হচ্ছে। বারবার আশ্বাস দেওয়া হলেও শিক্ষার্থীদের ন্যায্য দাবি বাস্তবায়ন করা হয় না।’
শিবির সভাপতি আরও বলেন, ‘গত ৫ আগস্টের পর থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের যৌক্তিক দাবি উত্থাপন করলেও সরকার তা আমলে নিচ্ছে না।’

জাহিদুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের এই আন্দোলনে শিক্ষক ও শিক্ষার্থীরা ঐক্যবদ্ধ ছিল। আন্দোলনে পুলিশি হামলার সমালোচনা করে তিনি বলেন, ‘শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জের ঘটনা কখনোই সমর্থনযোগ্য নয় এবং এর বিচার হওয়া উচিত। যে সরকার শিক্ষার্থীদের রক্তের ওপর দাঁড়িয়ে আছে, সে সরকার শিক্ষার্থীদের সঙ্গে এমন আচরণ করতে পারে না।’
জবির প্রাক্তন শিক্ষার্থী জাহিদুল ইসলাম আরও বলেন, শিক্ষার্থীদের এই ন্যায্য দাবি দ্রুত মেনে নেওয়া উচিত।