জাতীয় শোক দিবসে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের খাদ্যসামগ্রী বিতরণ
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদৎবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে অসহায় ও দুঃস্থদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাধারণ সম্পাদক জুবায়ের আহমেদ। ঢাকা মহানগর দক্ষিণ অন্তর্গত বিভিন্ন থানা ও ওয়ার্ড ছাত্রলীগের নেতাকর্মীরা গতকাল রোববার এ আয়োজন করেন।
এ সময় ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাধারণ সম্পাদক জুবায়ের আহমেদ বলেন, ১৫ আগস্ট ইতিহাসের জঘন্যতম হত্যাকাণ্ডে জড়িতদের বিচার হয়েছে। এটা জাতির কাছে স্বস্তির। তবে এখনও অনেক খুনি বিদেশে পালিয়ে আছে। তাদের দ্রুত দেশে এনে বিচার করতে হবে।
জুবায়ের আহমেদ আরও বলেন, ‘ছাত্রলীগ লোক দেখানো নয়, শিক্ষার্থীদের অধিকার নিয়ে কাজ করে। জাতির যে কোনো পরিস্থিতিতে ছাত্রলীগের নেতাকর্মীরা নিজেদের বিলিয়ে দেয় জনসাধারণের জন্য। ঢাকা মহানগর দক্ষিণের সব নেতাকর্মী সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছেন।
জুবায়ের বলেন, ‘আপনারা দেখেছেন, করোনাভাইরাস মহামারির শুরু থেকে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী, জনসচেতনতাসহ খাদ্যসামগ্রী বিতরণ করেছি। সব সময় সাধারণ মানুষের পাশে ছিলাম, এটাই ছাত্রলীগের শিক্ষা।’
পরে স্বাস্থ্যবিধি মেনে অসহায় ও দুঃস্থদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। একই সঙ্গে ১৫ আগস্টে নিহত সব শহীদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়।