জাবিতে তিন গাঁজা ব্যবসায়ী আটক

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) গাঁজাসহ তিন জন বহিরাগত মাদক ব্যবসায়ীকে আটক করেছেন বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তাকর্মীরা। এ সময় তাদের কাছে থেকে গাঁজা, মোবাইলফোন ও অর্থ জব্দ করা হয়।
গতকাল মঙ্গলবার রাত ৮টার দিকে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলের পাশ থেকে মাদক ব্যবসায়ীদের আটক করে বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের হাতে তাঁদের তুলে দেওয়া হয়।
মাদক ব্যবসায়ীদের মধ্যে মনসুর খানের বাড়ি নেত্রকোনার দুর্গাপুর উপজেলায়, রমজান আলীর বাড়ি ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় এবং আব্দুল আলীমের বাড়ি বিশ্ববিদ্যালয় সংলগ্ন গেরুয়া গ্রামে। তাঁরা সবাই বিশ্ববিদ্যালয়সংলগ্ন গেরুয়া গ্রামে ভাড়া বাসায় থেকে মাদক ব্যবসা চালাতেন বলে জানা গেছে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান নিরাপত্তা কর্মকর্তা সুদীপ্ত শাহিন বলেন, ‘গাঁজাসহ তাদের আটক করার পর বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলের আবাসিক শিক্ষার্থীরা আমাদের ফোন করে। ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাদের বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখায় নিয়ে আসি। পরবর্তীতে তাদেরকে পুলিশের হাতে সোপর্দ করি।