জাবিতে প্রথম ধাপের ভর্তি শেষ, ৭৭৩ আসন শূন্য

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের (৫৪তম ব্যাচ) স্নাতক (সম্মান) প্রথম বর্ষের প্রথম ধাপের ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। তবে ভর্তি শেষে বিভিন্ন ইউনিট ও বিভাগে মোট ৭৭৩টি আসন শূন্য রয়েছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
গতকাল মঙ্গলবার (৬ মে) বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার অফিস থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, এখনও ছেলেদের জন্য ৩৯৯টি ও মেয়েদের জন্য ২৭৪টি আসন ফাঁকা রয়েছে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, সবচেয়ে বেশি শূন্য আসন রয়েছে ‘এ’ ইউনিটে, যেখানে বিজ্ঞান অনুষদ ও জীববিজ্ঞান অনুষদের বিভিন্ন বিভাগ অন্তর্ভুক্ত। এই ইউনিটে ছেলেদের জন্য ৯৮টি ও মেয়েদের জন্য ৮৫টি আসন খালি রয়েছে।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের মতে, অনেক শিক্ষার্থী একাধিক বিশ্ববিদ্যালয়ে সুযোগ পাওয়ায় পছন্দ অনুযায়ী অন্য কোথাও ভর্তি হয়েছেন। ফলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সুযোগ পেয়েও অনেকে ভর্তি হননি। এছাড়া নির্দিষ্ট বিষয়ে আগ্রহ না থাকায় বা ভর্তি প্রক্রিয়ায় অংশ না নেওয়ার কারণেও কিছু আসন ফাঁকা থেকে গেছে।
বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) সৈয়দ মোহাম্মদ আলী রেজা বলেন, খুব শিগগিরই অপেক্ষমান তালিকা থেকে শিক্ষার্থীদের ডাকা হবে। কোন ইউনিটে কতজনকে ডাকা হবে এবং ভর্তির চূড়ান্ত তারিখ কবে, তা পরবর্তীতে বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে। আমরা আশা করছি, দ্বিতীয় ধাপে অধিকাংশ শূন্য আসন পূরণ সম্ভব হবে।
উল্লেখ্য, দ্বিতীয় ধাপে ভর্তির জন্য মনোনীত শিক্ষার্থীদের তালিকা আগামী ৮ মে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটে (https://www.ju-admission.org) প্রকাশ করা হবে।