জামালপুরে আরো ২৩ জনের করোনা শনাক্ত, আক্রান্ত ৫০৩
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2020/06/23/jamalpur_0.jpg)
জামালপুরে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে নতুন করে আরও ২৩ জনের করোনা শনাক্ত হয়েছে। গতকাল সোমবার রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজের ল্যাবে ১০৩টি নমুনা পরীক্ষার রিপোর্টে তাদের করোনা পজিটিভ ধরা পড়ে। বিষয়টি নিশ্চিত করেছে জেলা স্বাস্থ্য বিভাগ।
জামালপুরের সিভিল সার্জন ডা. প্রণয় কান্তি দাস আজ মঙ্গলবার সকালে বলেন, 'গতকাল ময়মনসিংহ মেডিকেল কলেজের আরটি-পিসিআর ল্যাবে ১০৩টি নমুনা পরীক্ষায় ২৩ জনের করোনা শনাক্ত হয়। ওই ব্যক্তিরা জামালপুর জেনারেল হাসপাতালসহ নিজ নিজ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা দিয়েছিল। আক্রান্তদের মধ্যে জামালপুর র্যাব-১৪ এর কমান্ডারের স্ত্রী, তাঁর ১৮ বছর বয়সী এক মেয়ে, ১৩ বছর বয়সী এক ছেলেসহ আরো দুই র্যাব সদস্য রয়েছে। এছাড়া মাদারগঞ্জের এক স্বাস্থ্যকর্মীও রয়েছে। তাদের প্রত্যেকেরই করোনাভাইরাসের উপসর্গ রয়েছে।
আক্রান্তদের মধ্যে জামালপুর সদরে ১৬ জন, ইসলামপুরে তিনজন, মাদারগঞ্জে দুইজন, বকশিগঞ্জে একজন, সরিষাবাড়ীতে একজন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৫০৩ জনে।
উল্লেখ্য, জেলায় ২৭ চিকিৎসক, ৭৩ জন সরকারি এবং ১১ জন বেসরকারি স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত হয়েছে। আক্রান্ত ৫০৩ জনের মধ্যে সাতজন করোনায় আক্রান্তে মারা গেছে। এদের মধ্যে তিনজন নারী ও চারজন পুরুষ। হোম আইসোলেশনে থাকা দুই চিকিৎসকসহ আরও একজনের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাদের ঢাকায় এবং অপর আরও তিনজনকে ময়মনসিংহে স্থানান্তর করা হয়েছে। এছাড়াও শেখ হাসিনা মেডিকেল কলেজের আইসোলেশন ইউনিট থেকে ছাড়পত্র নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ২০৭ জন।
জেলার সরিষাবাড়ী উপজেলায় ৪৩ জন, মেলান্দহে ৭৪ জন, মাদারগঞ্জে ৩৫ জন, বকশিগঞ্জে ৪৮ জন, দেওয়ানগঞ্জে ৩৩ জন, ইসলামপুরে ৯৬ জন এবং সদর উপজেলায় ১৭৪ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে।