জামালপুরে পুলিশ সদস্যসহ দুজনের করোনা শনাক্ত
করোনাভাইরাসে বকশিগঞ্জ উপজেলার এক পুলিশ সদস্যসহ দুইজনের নমুনা পরীক্ষায় সংক্রমণ শনাক্ত হয়েছে। গতকাল সোমবার রাতে জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজের ল্যাবে ৮৯টি নমুনা পরীক্ষার রিপোর্ট দুইজনের করোনা পজিটিভ ধরা পড়ে। করোনা শনাক্তের বিষয়টি নিশ্চিত করেছে জেলা স্বাস্থ্য বিভাগ।
জামালপুরের সিভিল সার্জন ডা. প্রণয় কান্তি দাস বলেন, 'জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ৮৯টি নমুনা পরীক্ষায় দুইজনের করোনা শনাক্ত হয়। আক্রান্ত দুইজনের একজন সরিষাবাড়ী ও অন্যজন বকশীগঞ্জ উপজেলার বাসিন্দা। ওই ব্যক্তিরা সরিষাবাড়ী ও বকশিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা দিয়েছিল। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৫৫৩ জনে। আক্রান্ত দুই ব্যক্তির মধ্যে করোনাভাইরাসের উপসর্গ রয়েছে।
উল্লেখ্য, জেলায় ২৮ চিকিৎসক, ৭৬ জন সরকারি স্বাস্থ্যকর্মী এবং ১১ জন বেসরকারি স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত হয়েছে। আক্রান্ত ৫৫৩ জনের মধ্যে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ৯ জন। এছাড়া শেখ হাসিনা মেডিকেল কলেজের আইসোলেশন ইউনিট থেকে ছাড়পত্র নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ২৩৪ জন।