জামালপুরে স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী আটক
জামালপুরের দেওয়ানগঞ্জে পারিবারিক কলহের জের ধরে স্বামীর বিরুদ্ধে স্ত্রী মোর্শেদা বেগমকে (৩২) শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আজ বৃহস্পতিবার নিহতের বাবা বাদী হয়ে দেওয়ানগঞ্জ থানায় একটি হত্যা মামলা করলে অভিযুক্ত স্বামী শহিদুর রাহমানকে (৪০) আটক করে পুলিশ।
মামলা সূত্রে জানা গেছে, উপজেলার পাইকপাড়া গ্রামের শহিদুর রহমানের সঙ্গে ১৫ বছর আগে একই উপজেলার দক্ষিণ ভাতখাওয়া গ্রামের মমতাজ আলীর মেয়ে মোর্শেদা বেগমের বিয়ে হয়। বিয়ের পর স্বামী শহিদুর রহমানের সঙ্গে বিভিন্ন মেয়ের পরকীয়ার বিষয়টি জানতে পারেন স্ত্রী মোর্শেদা। এরপর থেকেই স্বামীর পরকীয়া নিয়ে তাদের মধ্যে প্রায়ই ঝগড়া-বিবাদ হতো। গতকাল বুধবার রাতে দক্ষিণ ভাতখাওয়া শ্বশুরবাড়ি থেকে স্বামী শহিদুর রহামান তাঁর স্ত্রী মোর্শেদা বেগমকে মোটরসাইকেলে নিজ বাড়ি পাইকপাড়ায় যাচ্ছিলেন। মোর্শেদার বাড়ি থেকে এক কিলোমিটার যাওয়ার পর উত্তর ভাতখাওয়া এলাকায় একটি নির্জন স্থানে রাস্তার পাশে ধান ক্ষেতে মোর্শেদাকে শ্বাসরোধ করে হত্যা করা হয় বলে অভিযোগ করে তার পরিবার। তবে শহিদুর রহমানের দাবি মোটরসাইকেল দুর্ঘটনায় মারা গেছেন মোর্শেদা।
দেওয়ানগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এম ময়নুল ইসলাম জানান, ঘটনার পর রাতেই লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর মর্গে পাঠানো হয়েছে। আজ সকালে স্বামী শহিদুর রহমানকে আটক করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।