জামিন পাননি সাংবাদিক জাকির
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2021/10/28/jakir-.jpg)
রাজধানীর রামপুরা থানায় দায়ের করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের সাবেক সভাপতি জাকির হোসেন ইমনের জামিন নাকচ করে দিয়েছেন আদালত। ফলে তাঁকে কারাগারেই থাকতে হচ্ছে।
আজ বৃহস্পতিবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুদ উর রহমান এই আদেশ দেন।
গতকাল বুধবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আসামি জাকির হোসেন ইমনকে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নিভানা খায়ের জেসি তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এদিকে আজ জাকির হোসেন ইমনের পক্ষে তাঁর আইনজীবী জামিনের আবেদন করেন। শুনানি শেষে বিচারক জামিনের আবেদন নাকচ করে দেন।
গত মঙ্গলবার রাতে রাজধানীর রামপুরা এলাকার নিজ বাসা থেকে জাকির হোসেন ইমনকে গ্রেপ্তার করে পুলিশ।
মামলার নথি থেকে জানা গেছে, সাংবাদিক জাকির তাঁর সহকর্মীর ব্যক্তিগত কিছু তথ্য ‘গণমাধ্যমের কালোবিড়াল’ নামের একটি ফেসবুক পেজে পোস্ট দেন। এ ছাড়া একই বার্তা ও পেজ লিঙ্ক শতাধিক সহকর্মীকে ইনবক্সে পাঠিয়েছেন বলে অভিযোগ রয়েছে।
এ ঘটনায় রাজধানীর রামপুরা থানায় বাদী হয়ে ওই ভুক্তভোগী নারী ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি দায়ের করেন।