জার্মানি থেকে অ্যাস্ট্রাজেনেকার প্রায় আট লাখ টিকা পৌঁছেছে

অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা। ফাইল ছবি
কোভ্যাক্সের আওতায় জার্মানি থেকে আজ শনিবার অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার আরও সাত লাখ ৯০ হাজার ডোজ কোভিড টিকা দেশে পৌঁছেছে। স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
মন্ত্রণালয় সূত্র জানায়, আজ বিকেল ৫টার দিকে টিকা বহনকারী ফ্লাইটটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। জার্মানি থেকে কাতার এয়ারওয়েজের মাধ্যমে এ টিকা আনা হয়েছে।
বিমানবন্দরে ভ্যাকসিনগুলো গ্রহণ করতে বাংলাদেশে নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত এবং স্বাস্থ্যসেবা বিভাগের সচিব লোকমান হোসেন মিয়া উপস্থিত ছিলেন।
দেশে এখন পর্যন্ত কোভিড টিকা এসেছে পাঁচ কোটি ৭০ লাখ ৮৫ হাজার ৮০ ডোজ। এগুলো অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকা, চীনের তৈরি সিনোফার্ম, এবং ফাইজার ও মডার্নার ভ্যাকসিন। এর মধ্যে এ পর্যন্ত পাঁচ কোটি দুই লাখ ৪৫ হাজার ২৫৫ ডোজ টিকা দেওয়া হয়েছে।