জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে এতিমখানায় খাবার দিলেন আমিনুল
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2021/05/30/aminul-zia.jpg)
স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪০তম শাহাদাত বার্ষিকীতে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ক্রীড়াবিষয়ক সম্পাদক আমিনুল হকের উদ্যোগে পল্লবী ও রূপনগর থানার ছয়টি এতিমখানা ও মসজিদে শিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। এ ছাড়া উপস্থিত ছিলেন পল্লবী ও রূপনগর থানা বিএনপি ও অঙ্গসংগঠন স্থানীয় নেতারা।
যেসব এতিমখানায় খাবার বিতরণ করা হয়েছে সেগুলো হচ্ছে পল্লবীর বাউনিয়া বাঁধ এলাকার জামিয়া কুরবানিয়া মহিলা মাদ্রাসা ও এতিমখানা, রিয়াজুল জান্নাত মাদ্রাসা ও এতিমখানা, জান্নাতুল মাওয়া ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা, শাইখ যাকারিয়া (রহ) এতিমখানা, রূপনগর টিনশেড এতিমখানা, রূপনগর হাফিজিয়া ফোরকানিয়া জামে মসজিদ ও এতিমখানা, দুয়ারীপাড়া শাহী জামে মসজিদ ও মদিনাতুল উলুম এতিমখানা ও মাদ্রাসা।