ভিতরে ঢুকবে না, এখান থেকে বের হও–পাপারাজ্জিদের উদ্দেশে আলিয়া

গোপনীয়তায় হস্তক্ষেপ কোনোদিনই পছন্দ করেন না বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। ২০২৩ সালে নিজের বাড়িতেই পাপারাজ্জিদের ক্যামেরাবন্দি হওয়ার পর থেকে বারবারই পাপারাজ্জিদের বাড়াবাড়িতে ক্ষুব্ধ হয়েছেন এই অভিনেত্রী। এবার ফের একবার পাপারাজ্জিদের সীমা লঙ্ঘন দেখে রেগে আগুন হলেন আলিয়া।
সাধারণত পাপারাজ্জিদের দেখলে 'বিরক্তি' হন না আলিয়া। কিন্তু এবার পাপারাজ্জিদের কাণ্ডকীর্তি দেখে রেগে আগুন নায়িকা। কী এমন ঘটল, যার জন্যে ক্যামেরার সামনেই মেজাজ হারালেন আলিয়া?

বলিউডের কয়েকটি সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, পিকলবল খেলে বাড়ি ফিরছিলেন তিনি। হঠাৎ পাপারাজ্জিরা এসে বাড়ির প্রবেশদ্বারের সামনে বাধা হয়ে দাঁড়ান। এখানেই শেষ নয়, আলিয়ার পিছু ধাওয়া করে আবাসনে ঢোকারও চেষ্টা করেন তারা! আর তাদের এমন আচরণেই মেজাজ হারান আলিয়া।
সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে দেখা যায়, পাপারাজ্জিদের উদ্দেশ্য করে আলিয়া বলছেন, ‘গেটের ভিতরে ঢুকবে না। এটা তোমাদের আবাসন নয়। দয়া করে বাইরে যাও। বেরও এখান থেকে। তোমরা এখানে ঢুকতে পারো না।’
তবে আলিয়া বারবার অনুরোধ করা সত্ত্বেও নাছোড়বান্দা পাপারাজ্জিরা ছবি তোলা বন্ধ করেননি। তারাও সেই মুহূর্ত ক্যামেরাবন্দি করতেই থাকেন। রেগে গিয়ে সেই সময় আলিয়া বলেন, ‘আপনারা এখনো কথা শুনছেন না। বাহ, ধন্যবাদ।’ আর সেই ক্যামেরাবন্দি মুহূর্তই আপাতত নেট দুনিয়ায় ভাইরাল।