জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে ময়মনসিংহে পিপিই বিতরণ

করোনাভাইরাসের এই দুর্যোগের সময় চিকিৎসাসেবা অব্যাহত রাখতে ময়মনসিংহে জিয়াউর রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই) বিতরণ করা হয়েছে।
আজ রোববার বেলা ১১টায় শহরের উইনারপাড় এলাকায় অবস্থিত ময়মনসিংহ কমিউনিটি বেজড মেডিকেল কলেজ (সিবিএমসিবি) হাসপাতালের চিকিৎসকদের ব্যবহারের জন্য এসব সামগ্রীর কার্টন হস্তান্তর করা হয়।
সিবিএমসিবি’র পক্ষ থেকে ডক্টর অ্যাসোসিয়েন অব বাংলাদেশের (ড্যাব) সাধারণ সম্পাদক সহযোগী অধ্যাপক ডা. তোফায়েল উদ্দিন আহমদের হাতে পিপিই’র কার্টন হস্তান্তর করেন ময়মনসিংহ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ডা. মোফাখখারুল ইসলাম ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক রাকিবুল ইসলাম রাকিব। এ সময় উপস্থিত ছিলেন শিশু বিভাগের চিকিৎসক অধ্যাপক ডা. রুহুল কুদ্দুস, নাক কান ও গলা বিভাগের আবাসিক সার্জন ডা. জাকির হোসেন খান এবং ড্যাব নেতৃবৃন্দ।