জুয়ার আসরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের হানায় বিলে ঝাঁপ, জুয়াড়ির মৃত্যু

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার বড়জোড়া বেইবিলে গত মঙ্গলবার জুয়ার আসরে পুলিশ নিয়ে হানা দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট। এটি দেখে বিলে ঝাঁপ দেন বকুল (৩৫) নামের এক জুয়াড়ি। পরে আজ বৃহস্পতিবার সকালে ওই বিল থেকে তাঁর লাশ উদ্ধার করে স্থানীয় জনতা।
ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাকির হোসেন ও ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত বকুল উপজেলার লক্ষ্মীগঞ্জ এলাকার মল্লিকপুর গ্রামের নুরুল ইসলামের ছেলে।
ইউএনও জাকির হোসেন ও ওসি মোখলেসুর রহমান জানান, ওই বিলের মাঝখানে একটি ঘরে জুয়া খেলছিলেন সাত ব্যক্তি। খবর পেয়ে গত মঙ্গলবার সন্ধ্যার কিছু আগে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মনোরঞ্জন বর্মণ তাঁর নেতৃত্বে থাকা পুলিশের স্পেশাল ফোর্স নিয়ে বিলে অভিযান চালান। এ সময় চারজনকে আটক করা হয়। তবে বাকি তিনজন বিলে ঝাঁপ দিয়ে পালিয়ে যান। কিন্তু তাঁদের মধ্যে বকুল নামের এক ব্যক্তির সন্ধান না পেয়ে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে বিষয়টি জানায়। গতকাল বুধবার সন্ধ্যা পর্যন্ত তল্লাশি চালালেও কোনো খোঁজ পাওয়া যায়নি। পরে আজ বৃহস্পতিবার সকালে এলাকার শত শত মানুষ বিলে নেমে উদ্ধার কাজ চালায়। পরে তারা বকুলের মরদেহ উদ্ধার করে।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় গণমাধ্যমকর্মীরা জানিয়েছেন, সেখানে গণমাধ্যমকর্মীদেরও প্রবেশে বাধা দেওয়া হচ্ছে।
জানা গেছে, নির্বাহী ম্যাজিস্ট্রেট ওই দিন করোনা ডিউটিতে থাকা পুলিশ পার্টির ইনচার্জ ছিলেন।