জুয়া খেলার সময় ‘হাতেনাতে’ আটক পৌর কাউন্সিলরসহ ১২ জন

ময়মনসিংহের হালুয়াঘাট পৌরসভার কাউন্সিলর আবদুল্লাহ আল ফারুক মল্লিক। ছবি : এনটিভি
ময়মনসিংহের হালুয়াঘাট পৌরসভার কাউন্সিলর আবদুল্লাহ আল ফারুক মল্লিকসহ ১২ জনকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ জানান, গতকাল মঙ্গলবার দিবাগত রাতে অভিযান চালিয়ে আবদুল্লাহ আল ফারুক মল্লিকসহ (৪২) ১২ জনকে জুয়া খেলা অবস্থায় আটক করা হয়। এ সময় তাঁরা হালুয়াঘাট-ধোবাউড়া সড়কের অটোরিকশা স্ট্যান্ডে জুয়া খেলছিলেন।
কাউন্সিলর ফারুক মল্লিকের বাড়ি হালুয়াঘাট উপজেলার আকনপাড়া গ্রামে।
আটক অন্যদের মধ্যে রয়েছেন আবদুর রাজ্জাক (৩৫), মনির হোসেন (৩২), ফজলুল হক (৪০), আনোয়ার হোসেন আনার (৩৬), সফিকুল ইসলাম (৩৮) ও আবুল কালাম আজাদ। বাকি পাঁচজনের নাম জানা যায়নি।
আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলে জানান গোয়েন্দা পুলিশের ওসি।