জ্বর সর্দি ও কাশিতে খুমেকে বৃদ্ধার মৃত্যু

খুলনার রূপসা উপজেলায় জ্বর, সর্দি, কাশিতে এক বৃদ্ধা গতকাল সোমবার রাতে মারা গেছেন। গতকাল রাত ১টার দিকে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে মারা যান সালেহা বেগম।
রূপসা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আনিসুর রহমান জানান, জ্বর, সর্দি, কাশিতে আক্রান্ত ওই বৃদ্ধা এক সপ্তাহ আগে তাঁর নাতির সঙ্গে ঢাকা থেকে গ্রামের বাড়িতে আসেন। তিনি তথ্য গোপন করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসা নেন। পরে গতকাল সোমবার রাতে তিনি মেডিকেল কলেজের হাসপাতালে মারা গেছেন।
সিভিল সার্জন ডা. সুজাত আহমেদ জানান, মৃত বৃদ্ধা ও তাঁর নাতির নমুনা সংগ্রহ করে খুলনা মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে করোনাভাইরাস পরীক্ষা করা হবে।
রূপসা উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন আকতার জানান, যাঁরা ওই নারীর সংস্পর্শে এসেছিলেন তাঁদের তালিকা তৈরির কাজ চলছে। তাঁদের দ্রুত হোম কোয়ারেন্টিনে পাঠানো হবে।