জয়পুরহাটে বিজিবি সদস্যের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার
জয়পুরহাটে নেপাল দাস নামে এক বিজিবি সদস্যের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত নেপাল দাস (৩৫) জয়পুরহাটের ২০ বিজিবির একজন সিপাহী হিসেবে কর্মরত ছিলেন। তিনি ফরিদপুর জেলার মধুখালি মেঘচামী এলাকার নারায়ণ দাসের ছেলে।
হাসপাতাল সূত্রে জানা গেছে , গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালের জরুরি বিভাগে জয়পুরহাটের ২০ বিজিবি সদস্য পরিচয়ে নেপাল দাসের নাম রেজিস্ট্রারে লিপিবদ্ধ করা হয়। সেখানে ১৯৫ নং রেজিস্ট্রারে তার নাম নেপাল দাস, ২০ বিজিবি সদস্য, জয়পুরহাট হিসেবে লিপিবদ্ধ রয়েছে। তার পরনের পোশাক রক্তাক্ত ছিল। এরপর বিজিবি সদস্যরা হাসপাতাল মর্গে তার মরদেহ রেখে কড়া পাহারায় ছিলেন।
আজ শুক্রবার সকালে ময়না তদন্ত শেষে বিজিবি সদস্যরা অ্যাম্বুলেন্সে করে তার মরদেহ বিজিবি ক্যাম্পে নিয়ে যায়। এ ব্যাপারে এখন পর্যন্ত জয়পুরহাটের ২০ বিজিবির পক্ষ থেকে কোনো বক্তব্য দেয়া হয়নি কিংবা প্রেস ব্রিফিং হয়নি।
তবে আজ সকালে এ ব্যাপারে জয়পুরহাট সদর থানায় জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. নুরুন্নবী বাদী হয়ে একটি অপমৃত্যুর মামলা দায়ের করেছেন ।
জয়পুরহাট সদর থানার ডিউটি অফিসার মো. আব্দুর রহমান মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।