ঝালকাঠিতে ইউপি সদস্যের করোনা শনাক্ত, ১৫ বাড়ি লকডাউন

ঝালকাঠি সদর উপজেলার এক ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্যের (৪০) শরীরে করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে। বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঝালকাঠির সিভিল সার্জন কার্যালয়ে আজ বৃহস্পতিবার সকালে পাঠানো রিপোর্টে জানা যায়, তাঁর করোনা পজিটিভ। এ নিয়ে ঝালকাঠিতে শিশুসহ চারজনের করোনা শনাক্ত হয়েছে।
এদিকে বিষয়টি জানার পরই ওই ইউপি সদস্যের বাড়িসহ আশপাশের ১৫টি বাড়ি লকডাউন ঘোষণা করা হয়।
স্থানীয় ইউপি চেয়ারম্যান জানান, ঢাকা থেকে আসা একটি পরিবারের তিনজনের শরীরে করোনা শনাক্ত হওয়ার পর তাদের বাড়িতে ওই ইউপি সদস্য যাতায়াত করেন। পরে ইউপি সদস্য জ্বরে আক্রান্ত হন। খবর পেয়ে ১৪ এপ্রিল স্বাস্থ্য বিভাগ তাঁর নমুনা সংগ্রহ করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পরীক্ষার জন্য পাঠান। আজ বৃহস্পতিবার সকালে সিভিল সার্জন কার্যালয়ে রিপোর্ট দেওয়া হয়। রিপোর্টে ওই ইউপি সদস্যের করোনা পজিটিভ আসে।
ইউপি চেয়ারম্যান আরো জানান, বিষয়টি জানার পর ওই ইউপি সদস্যসহ আশপাশের ১৫টি বাড়ি লকডাউন ঘোষণা করে সদর উপজেলা প্রশাসন।