ঝালকাঠিতে মা ইলিশ, নৌকা ও কারেন্টজাল জব্দ

ঝালকাঠির সুগন্ধা ও বিষখালী নদী থেকে জব্দকৃত কারেন্টজাল পোড়ানো হচ্ছে। ছবি : এনটিভি
ঝালকাঠির সুগন্ধা ও বিষখালী নদীতে অভিযান চলিয়ে মা ইলিশ, নৌকা ও কারেন্টজাল জব্দ করা হয়েছে। আজ বুধবার সকালে জেলা প্রশাসন ও মৎস্য বিভাগ পুলিশের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করে।
জেলা মৎস্য কর্মকর্তা বাবুল কৃষ্ণ ওঝা জানান, আজ সকালে জেলেরা সুগন্ধা ও বিষখালী নদীর বিভিন্ন পয়েন্টে মা ইলিশ শিকার করছিল। আটটি পৃথক দল নিয়ে নদীতে অভিযানে গেলে জাল ফেলে পালিয়ে যায় জেলেরা। এ সময় ১১টি মাছ ধরার নৌকা, ৩১ হাজার মিটার কারেন্টজাল ও ২৭ কেজি মা ইলিশ জব্দ করা হয়। নৌকাগুলো জব্দ করে ডিসি পার্কে রাখা হয়েছে। কারেন্টজালগুলো সবার সামনে পুড়িয়ে দেন ভ্রাম্যমাণ আদালত।
অভিযানে অংশ নেন জেলা মৎস্য কর্মকর্তা বাবুল কৃষ্ণ ওঝা, নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাখাওয়াত হোসেন, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জহিরুল ইসলাম ও নলছিটি সহকারী মৎস্য কর্মকর্তা রমণি কান্ত মিস্ত্রি।