ঝালকাঠিতে ৩০০ ফুট পতাকা নিয়ে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

ঝালকাঠিতে ৩০০ ফুট পতাকা নিয়ে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা। ছবি : এনটিভি
ফিফা ফুটবল বিশ্বকাপকে ঘিরে উৎসবে মেতেছে ঝালকাঠির সমর্থকরা। কাতার বিশ্বকাপ উপলক্ষে ঝালকাঠিতে আর্জেন্টিনা সমর্থকরা তিনশ ফুটের পতাকা নিয়ে আনন্দ শোভাযাত্রা করেছে।
আজ মঙ্গলবার সকালে শেখ রাসেল মিনি স্টেডিয়াম থেকে বর্ণাঢ্য শোভাযাত্রাটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।
এ সময় আর্জেন্টিনা সমর্থকরা তাদের প্রিয় দলের জার্সি গায়ে মেসি, ডি-মারিয়াসহ অন্যান্য খেলোয়াড়ের বিভিন্ন ব্যানার-ফেস্টুন হাতে নিয়ে শোভাযাত্রায় অংশ নেয়।
আর্জেন্টিনা সমর্থকরা বলছে, কাতার বিশ্বকাপের মধ্য দিয়ে তাদের প্রিয় খেলোয়াড় লিওনেল মেসির শেষ বিশ্বকাপ। তাই এ বিশ্বকাপ বিশেষ গুরুত্ব বহন করে। আর্জেন্টিনা দলের সফলতা কামনা করে এ শোভাযাত্রা করা হয়েছে। আর্জেন্টিনা যেন এবারের বিশ্বকাপ ট্রফি পায় সেই প্রত্যাশা করে সমর্থকরা।