ঝিনাইদহে প্রথম দুজন করোনা রোগী শনাক্ত

ঝিনাইদহ জেলা শহরে স্কুলশিক্ষিকার বাড়ির লকডাউন করে দেন প্রশাসনের কর্মকর্তারা। ছবি : এনটিভি
ঝিনাইদহে প্রথম দুজন করোনাভাইরাসজনিত কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে। আজ শনিবার সকাল ১০টার দিকে সিভিল সার্জন ডা. সেলিনা বেগম এ খবর নিশ্চিত করেছেন। আক্রান্তদের বয়স ৩২ থেকে ৩৫ বছরের মধ্যে।
ঝিনাইদহ সিভিল সার্জন জানান, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে ১৯ জনের নমুনার ফলাফল পাঠানো হয়েছে। এর মধ্যে দুজনের শরীরে করোনা পজিটিভ পাওয়া গেছে। এঁরা হলেন জেলা শহরের একজন স্কুলশিক্ষিকা। তিনি ঢাকা থেকে চার দিন আগে বাড়ি ফিরেছেন। অপরজন কালীগঞ্জ উপজেলার একজন দিনমজুর। তিনি ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় শ্রমিকের কাজ করতেন। পরে আক্রান্ত দুজনের বাড়ি লকডাউন করে দেন প্রশাসনের কর্মকর্তারা।