টঙ্গীতে মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত, রেল যোগাযোগ বন্ধ
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2021/02/13/train_2.jpg)
ট্রেনের চাকা লাইনচ্যুত। ছবি : সংগৃহীত
গাজীপুরের টঙ্গীতে মালবাহী ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকার সঙ্গে সারাদেশের ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে পড়েছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে ওই ট্রেনটি লাইনচ্যুত হয়। এ সময় লাইন থেকে একটি বগি তিন নম্বর লাইনে ছিটকে পড়ে। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
টঙ্গী রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ নূর মোহাম্মদ বিষয়টি নিশ্চিত করেছেন।
এছাড়া, স্টেশন কর্মকর্তা জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকামুখী মালবাহী ট্রেনটি টঙ্গী এলাকায় পৌঁছালে সেটি লাইনচ্যুত হয়। এতে ঢাকার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে পড়ে।
স্টেশন কর্মকর্তা আরও জানান, ট্রেন চলাচল স্বাভাবিক করতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। দ্রুতই ঘটনাস্থলে উদ্ধারকারী ট্রেন পৌঁছাবে। তবে ট্রেন চলাচল স্বাভাবিক করতে একটু সময় লাগবে।