টেকনাফে দ্বিতীয় দফায় ২১ ইয়াবা কারবারির আত্মসমর্পণ

কক্সবাজারের টেকনাফে পুলিশের কাছে দ্বিতীয় দফায় আত্মসমর্পণ করেছে ২১ জন ইয়াবা কারবারি। এ সময় তারা পুলিশের কাছে হস্তান্তর করেছে ১০টি অস্ত্র ও ২১ হাজার ইয়াবা। এরা সবাই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত চিহ্নিত ইয়াবা কারবারি ও হুন্ডি ব্যবসায়ী।
আজ সোমবার বিকেলে টেকনাফ সরকারি কলেজ মাঠে কক্সবাজার জেলা পুলিশের আয়োজনে আত্মসমর্পণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আত্মসমর্পণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পুলিশের চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) খন্দকার গোলাম ফারুক।
কক্সবাজার জেলা পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেনের সভাপতিত্বে আত্মসমর্পণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কক্সবাজার জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা ও জেলা কমিউনিটি পুলিশের সভাপতি তোফায়েল আহমদ।
অনুষ্ঠানে কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোসেন, টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ, স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতারাসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে গত বছরের ১৬ ফেব্রুয়ারি টেকনাফে প্রথম দফায় তালিকাভুক্ত ও চিহ্নিত ১০২ জন ইয়াবা কারবারি আত্মসমর্পণ করেছিলেন।