টেকনাফে প্রায় ৪ লাখ পিস ইয়াবা জব্দ

কক্সবাজারের টেকনাফ উপজেলার জাদিমুড়া এলাকায় অভিযান চালিয়ে তিন লাখ ৯০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে বিজিবি। গতকাল শনিবার গভীর রাতে এসব ইয়াবা জব্দ করা হয়।
বিজিবি টেকনাফ-২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ফয়সাল হাসান খান এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি জানতে পারে গতকাল রাতে মিয়ানমার থেকে ইয়াবার একটি বড় চালান বাংলাদেশে আসছে। এ সংবাদের ভিত্তিতে টেকনাফ-২ ব্যাটালিয়নের অধীন দমদমিয়া বিওপির বিশেষ টহলদল ওই এলাকায় গোপনে অবস্থান নেয়। তিন থেকে চারজন ইয়াবা কারবারি মিয়ানমারের লালদ্বীপ থেকে নাফ নদী পার হয়ে বাংলাদেশের সীমানায় আসে। এ সময় বিজিবি সদস্যরা দ্রুত তাদের দিকে এগিয়ে যায়। চোরাকারবারীরা টহলদলের উপস্থিতি লক্ষ করে পাঁচটি বস্তা ফেলে দ্রুত পালিয়ে যায়। টহলদল বস্তাগুলো থেকে তিন লাখ ৯০ হাজার পিস ইয়াবা জব্দ করে। পরে রাতভর তল্লাশি অভিযান চালিয়েও কাউকে আটক করতে পারেনি।
বিজিবি কর্তকর্তা আরো জানান, জব্দকৃত ইয়াবাগুলো বর্তমানে ব্যাটালিয়ন সদরের স্টোরে জমা রাখা হয়েছে। আইনি পদক্ষেপ নিয়ে পরবর্তী সময়ে তা ঊর্ধ্বতন কর্মকর্তা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও মিডিয়াকর্মীদের উপস্থিতিতে ধ্বংস করা হবে।