টেকনাফে ‘বন্দুকযুদ্ধে রোহিঙ্গা ইয়াবা কারবারি’ নিহত

কক্সবাজারের টেকনাফ উপজেলায় কথিত বন্দুকযুদ্ধে মো. আবদুল নাছির (২৮) নামের এক রোহিঙ্গা ইয়াবা কারবারি নিহত হয়েছেন বলে দাবি করছে র্যাব। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার মনতলিয়া পুরানপাড়া মেরিন ড্রাইভ এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আবদুল নাছির উখিয়া উপজেলার বালুখালী ৮ নম্বর ক্যাম্পের (ইস্ট) বি-২৬ নম্বর ব্লকের বাসিন্দা।
র্যাবের টেকনাফ ক্যাম্পের কোম্পানি কমান্ডার মির্জা সাহেদ মাহাতাব দাবি করেন, গতকাল দিবাগত রাত সোয়া ১টার দিকে র্যাব-১৫-এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে মনতলিয়া পুরানপাড়া মেরিনড্রাইভ রোডে চেকপোস্ট বসিয়ে অবস্থান নেয়। কিছুক্ষণ পর একটি সশস্ত্র মাদকের চালান বহনকারী গ্রুপের উপস্থিতি টের পায় র্যাব। সেখানে ওই গ্রুপটি র্যাবকে লক্ষ্য করে গুলিবর্ষণ করে। এ সময় র্যাবের তিন সদস্য আহত হন। র্যাব সদস্যরাও আত্মরক্ষার্থে পাল্টা গুলিবর্ষণ করে।
পরে পরিস্থিতি শান্ত হলে ঘটনাস্থল তল্লাশি করে ৬৬ হাজার ৯১৫টি ইয়াবা, দুটি ওয়ান শুটার গান, পাঁচটি কার্তুজ, দুটি খালি খোসা ও তিন হাজার টাকাসহ গুলিবিদ্ধ এক ব্যক্তিকে উদ্ধার করা হয়। তাঁকে চিকিৎসার জন্য দ্রুত টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। লাশটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
এ বিষয়ে তদন্ত সাপেক্ষে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানান র্যাবের টেকনাফ ক্যাম্পের কোম্পানি কমান্ডার মির্জা সাহেদ মাহাতাব।