টেস্ট কিট সংকটে ময়মনসিংহে করোনা পরীক্ষা বন্ধ

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল। ছবি : সংগৃহীত
টেস্ট কিট সংকটে ময়মনসিংহে করোনা পরীক্ষা বন্ধ রয়েছে। এর ফলে আজ বৃহস্পতিবার ময়মনসিংহ মেডিকেল কলেজ ল্যাবে করোনার নমুনা পরীক্ষা হচ্ছে না। কিট সংকটে নমুনা পরীক্ষা সম্ভব না হওয়ায় গতকাল বুধবারের ফলাফল ঘোষণা করা হয়নি।
গতকাল বুধবার জেলা স্বাস্থ্য বিভাগের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত স্ট্যাটাস সূত্রে এ তথ্য জানা গেছে।
ময়মনসিংহ মেডিকেল কলেজে এ বিভাগের চার জেলার পরীক্ষা করা হচ্ছে। এখানে প্রতিদিন প্রায় ৬শ নমুনা পরীক্ষা করা সম্ভব। গত মঙ্গলবারও এখানে ৫৬৪ জনের করোনার নমুনা পরীক্ষা করানো হয়েছে। তবে গত মঙ্গলবার থেকেই কিটের সংকট দেখা দেয়।
জেলা সিভিল সার্জন ডা. মশিউল আলম বলেন, 'আজ পরীক্ষা বন্ধ রয়েছে। তাই নমুনা সংগ্রহও বন্ধ রয়েছে। আজ যদি কিট আসে তাহলে আগামীকাল শুক্রবার থেকে আবার নমুনা সংগ্রহ ও পরীক্ষা শুরু হবে।'