ট্রাকচাপায় ভূমিষ্ঠ শিশুকে দুধ পান করাচ্ছেন প্রসূতিরা

ময়মনসিংহের ত্রিশালে ট্রাকচাপায় নিহত অন্তঃসত্ত্বা নারীর ভূমিষ্ঠ শিশুটি সুস্থ আছে। হাসপাতালের প্রসূতিরা নবজাতককে দুধপান করাচ্ছেন। গতকাল শনিবার ভূমিষ্ঠের আগ মুহূর্তে সড়ক দুর্ঘটনায় মা-বাবা ও বোনকে হারায় সে।
শিশুটির চিকিৎসার নিয়মিত খোঁজখবর নিচ্ছে জেলা প্রশাসন। শিশুটির চিকিৎসক কমিউনিটি বেজড মেডিকেল কলেজের (সিবিএমসি) সহযোগী অধ্যাপক শিশু বিশেষজ্ঞ ডা. কামরুজ্জামান বলেছেন, শিশুটি সুস্থ আছে। চার-পাঁচ দিন পর তাকে রিলিজ করা হতে পারে।
এদিকে বিকেলে ত্রিশাল থানায় শিশুর দাদা মুস্তাফিজুর রহমান বাদী হয়ে একটি মামলা করেছেন।
ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাইনুদ্দিন বলেন, ‘সড়ক পরিবহণ আইনে থানায় মামলা হয়েছে। পুলিশ ট্রাকচালক ও হেলপারকে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রেখেছে।’
উল্লেখ্য, গতকাল দুপুরে ত্রিশালে ট্রাকচাপায় নিহত হন শিশুর বাবা জাহাঙ্গীর, মা রত্না ও বোন সানজিদা। ট্রাকচাপায় মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হয়েও শিশুটি অলৌকিকভাবে বেঁচে যায়। পরে তাকে সিবিএমসি হাসপাতালে ভর্তি করা হয়।
নিহত জাহাঙ্গীরের চাচাতো ভাই আরিফ রব্বানী সাংবাদিকদের বলেন, ‘রত্না বেগম অন্তঃসত্ত্বা ছিলেন। তার ডেলিভারির তারিখ দুই দিন পার হয়ে যাওয়ায় তিনি একটি ডায়াগনস্টিক সেন্টারে আলট্রাসনোগ্রাফি করতে আসেন। এরপর সেখান থেকে ফেরার পথে রাস্তা পার হওয়ার সময় একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই রত্না ও তার স্বামী-সন্তানের মৃত্যু হয়।’