সিরাজগঞ্জে ট্রাক ও মাইক্রোবাসের সংঘর্ষে ২ জন নিহত

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সিমেন্ট বোঝাই ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে মাইক্রোবাসের চালক ও এক যাত্রী নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে একজন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দিনগত রাত সোয়া ১২টার দিকে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার ওভার ব্রিজ এলাকায় ঢাকা-পাবনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—পাবনা জেলার আমিনপুর থানার হরিনাথপুর গ্রামের জীবন চন্দ শীলের ছেলে ও মাইক্রোবাস চালক মানিক চন্দ্র শীল (৪২) এবং একই গ্রামের মতিউর রহমানের ছেলে মাইক্রোবাস যাত্রী মুনছুরুল আলম বাবুল (৪০)।
স্থানীয়দের বরাত দিয়ে হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ বলেন, রাতে যাত্রীবাহী একটি মাইক্রোবাস পাবনার দিকে যাচ্ছিল। মাইক্রোবাসটি ঢাকা-পাবনা মহাসড়কের সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার ওভার ব্রিজ এলাকায় পৌঁছলে সিমেন্ট বোঝাই একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ বাঁধে। সিমেন্ট বোঝাই ট্রাকটি রাস্তার পাশে খাদে উল্টে যায়। এতে তিনজন আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার পর চালক ট্রাক রেখে পালিয়ে গেছে বলেও জানান ওসি।