ডুমুরিয়ায় ১৫ মোটরসাইকেলসহ ৪ চোর গ্রেপ্তার
খুলনা জেলা ও ডুমুরিয়া থানা পুলিশের যৌথ অভিযানে ১৫টি চোরাই মোটরসাইকেলসহ আন্তঃজেলা চোর চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার রাতে খুলনা জেলা অতিরিক্ত পুলিশ সুপার তানভীর আহমদের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
গ্রেপ্তার হওয়া সদস্যরা হলেন- সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কাকশিয়ালী গ্রামের মো. আহসানের ছেলে সালাউদ্দিন (৩১), বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার সোনাখালি গ্রামের বাহাদুর শেখের ছেলে সম্রাট ওরফে শান্ত (১৯), ডুমুরিয়া উপজেলার মিকশিমিল গ্রামের সোহরাব গাজীর ছেলে মো. শরিফুল ইসলাম (৩০) ও যশোর জেলার কেশবপুর উপজেলার আঃ সামাদ শেখের ছেলে মিজানুর রহমান (৩১)।
ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কনি মিয়া বলেন, ‘সাতক্ষীরা, যশোর ও নড়াইল জেলার বিভিন্ন এলাকায় অভিযানে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করা হয়।’
কনি মিয়া বলেন, ‘গ্রেফতারকৃত সালাউদ্দিন, সম্রাট ইসলাম ও শরিফুল ইসলামের দেওয়া তথ্যমতে বিভিন্ন ব্র্যান্ডের আটটি এবং মিজানুর রহমানের তথ্যমতে সাতটিসহ মোট ১৫টি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। এগুলোর মধ্যে ১৬০ সিসি অ্যাপাচি আরটিআর, ১৫০ সিসি কালো পালসার, ১২৫ সিসি কালো ডিসকভার এবং ১৫০ লাল রঙের এ্যাপাচি আরটিআর মোটরসাইকেল রয়েছে। গ্রেপ্তারকৃতদের থানায় মামলা দিয়ে গতকাল সোমবার কারাগারে পাঠানো হয়।’