ডেপুটি স্পিকারের মৃত্যুতে প্রধান বিচারপতির শোক
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2022/07/23/fazle_rabbi_0.jpg)
ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া। ছবি : সংগৃহীত
ডেপুটি স্পিকার অ্যাডভোকেট মো. ফজলে রাব্বী মিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।
আজ শনিবার শোকবার্তায় প্রধান বিচারপতি বলেন, ‘আইনের শাসন প্রতিষ্ঠা এবং ন্যায়বিচার নিশ্চিতকরণে অ্যাডভোকেট মো. ফজলে রাব্বী মিয়ার অসামান্য অবদান রয়েছে। তিনি ছিলেন সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তি। জাতি চিরকাল শ্রদ্ধাভরে তাঁকে স্মরণ রাখবে।’
শোকবার্তায় প্রধান বিচারপতি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। একইসঙ্গে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
এদিকে, এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ডেপুটি স্পিকার বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলে রাব্বির জানাজা আগামী সোমবার কেন্দ্রীয় ঈদগাহে সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠিত হবে। পরে গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার ভরতখালী উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে।