সুপ্রিম কোর্টের জন্য আলাদা সচিবালয় জরুরি : প্রধান বিচারপতি

রোববার সকালে খুলনা জজ কোর্ট প্রাঙ্গণে ন্যায় কুঞ্জ উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। ছবি : এনটিভি
প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ বলেছেন, বর্তমান বিচারব্যবস্থা একটি দ্বৈত প্রশাসনিক ব্যবস্থার মধ্য দিয়ে চলছে। তাই সুপ্রিম কোর্টের জন্য আলাদা সচিবালয় স্থাপন খুবই জরুরি।
আজ রোববার (১৩ এপ্রিল) সকালে খুলনা জজ কোর্ট প্রাঙ্গণে বিচার প্রার্থীদের জন্য স্থাপিত ন্যায় কুঞ্জ উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
প্রধান বিচারপতি বলেন, বিচারব্যবস্থাকে আরও স্বচ্ছ ও বিচার প্রার্থীদের অসুবিধা দূর করতে ১২ দফা সংস্কার কার্যক্রম চলছে। এই সংস্কার শেষ হলে দেশে একটি কাঙ্ক্ষিত টেকসই বিচারিক ব্যবস্থা চালু হবে।
ড. সৈয়দ রেফাত আহমেদ আরও বলেন, সংস্কারের মাধ্যমে বিচার ব্যবস্থায় যে অনিয়ম রয়েছে তা দূর হবে এবং বিচারিক কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্টদের জবাবদিহিতাও নিশ্চিত করতে হবে। এ জন্য বিচারিক বেঞ্চ, বার ও গণমাধ্যমকে দায়িত্ব নিতে হবে।