ঢাকায় মারা গেলেন সিলেটের করোনায় আক্রান্ত ডা. মঈন উদ্দিন

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডা. মঈন উদ্দিন ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আজ বুধবার সকাল পৌনে ৭টায় ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ডা. মঈন উদ্দিন মারা যান বলে জানিয়েছেন কুর্মিটোলা হাসপাতালের উপপরিচালক লে. কর্নেল এ বি এম বেলায়েত হোসেন।
কুর্মিটোলা হাসপাতালের উপপরিচালক বলেন, ‘ডা. মঈন উদ্দিন কোভিড-১৯-এ আক্রান্ত হয়ে আমাদের এখানে এসেছিলেন। তিন দিন ধরে ভেন্টিলেশনে ছিলেন। রেসপিরেটরি ফেইলিওরের কারণে মারা যান তিনি।’
গত ৫ এপ্রিল সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. মঈন উদ্দিনের করোনা আক্রান্তের রিপোর্ট পজেটিভ আসে। এরপর থেকে তিনি নগরীর হাউজিং এস্টেট এলাকায় তাঁর বাসায় আইসোলেশনে ছিলেন। তিনিই সিলেটের প্রথম করোনায় আক্রান্ত রোগী ছিলেন।
হঠাৎ শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় গত ৭ এপ্রিল রাতে তাঁকে সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাঁর অবস্থার অবনতি হওয়ায় ভেন্টিলেশনের প্রয়োজন হয়। পরে তাঁকে উন্নত চিকিৎসার জন্য গত ৮ এপ্রিল বিকেল সাড়ে ৫টায় অ্যাম্বুলেন্সে করে ঢাকায় পাঠানো হয়।
মেডিসিন ও হৃদরোগ বিশেষজ্ঞ ডা. মঈন উদ্দিন সিলেটের ইবনে সিনা হাসপাতালে নিয়মিত রোগী দেখতেন।