ঢাকায় ৮ হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ : স্বাস্থ্য অধিদপ্তর
স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিক শাখার অভিযানে ঢাকায় ৮টি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করে দেওয়া হয়েছে।
আজ সোমবার বিকেলে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিক শাখার পরিচালক ডা. বেলাল হোসেন। এর আগে গতকাল রোববার দেশব্যাপী আবারও অভিযান পরিচালনার কথা জানিয়েছেন অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. আহমেদুল কবির।
বন্ধ করে দেওয়া প্রতিষ্ঠানগুলো হচ্ছে— খিলগাঁও জেনারেল হাসপাতাল, সেন্ট্রাল বাসাবো জেনারেল হাসপাতাল, মাতুয়াইলের কনক জেনারেল হাসপাতাল, যাত্রাবাড়ীর শনির আখড়ার সালমান হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, বকশীবাজারে খিদমাহ লাইফ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার, চাঁনখারপুলের ঢাকা জেনারেল হাসপাতাল, বনানীর হেয়ার ট্রান্সপ্লান্ট কসমেটিক সার্জারি কনসালটেন্সি অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার এবং ঢাকা পেইন অ্যান্ড স্পাইন সেন্টার।