তথ্যে নতুন সচিব, খাজা মুক্তিযুদ্ধে, তপন গেলেন বাণিজ্যে
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিবের পদে নিয়োগ পেয়েছেন যৌথ মূলধন কোম্পানি ও ফার্মস পরিদপ্তরের নিবন্ধক মো. মকবুল হোসেন। অতিরিক্ত সচিব থেকে সচিব হিসেবে পদোন্নতির পর তাঁকে এ মন্ত্রণালয়ের সচিবের পদ নিয়োগ দেওয়া হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয় আজ রোববার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।
অপর এক প্রজ্ঞাপনের মাধ্যমে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব খাজা মিয়াকে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিব পদে বদলি করা হয়েছে। একই প্রজ্ঞাপনে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিব তপন কান্তি ঘোষকে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
রাষ্ট্রপতির আদেশক্রমে জনস্বার্থে এ প্রজ্ঞাপন জারি করা হয়েছে এবং অবিলম্বে এ আদেশ কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।