তিতাস নদে ভাসছিল বৃদ্ধের লাশ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় তিতাস নদ থেকে হিরু দাসের মরদেহ উদ্ধার করা হয়। ছবি : এনটিভি
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় তিতাস নদ থেকে ভাসমান অবস্থায় হিরু দাস (৮০) নামের এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার দেবগ্রাম সংলগ্ন রেলব্রিজের নিচ থেকে আজ সোমবার সকালে লাশটি উদ্ধার করা হয়।
নিহত হিরু দাস পৌর এলাকার খরমপুর দাসপাড়ার বাসিন্দা।
পরিবার জানায়, হিরু মানসিক ভারসাম্যহীন ছিলেন। গতকাল রোববার বাড়ির কাউকে কিছু না বলে তিনি ঘর থেকে বেরিয়ে যান। তাঁর সন্ধান চেয়ে এলাকায় মাইকিংও করা হয়। পরে আজ সোমবার সকালে স্থানীয়রা পানিতে ভাসমান অবস্থায় তাঁর লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রসুল আহমেদ নিজামী জানান, ময়নাতদন্তের জন্য লাশটি ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।