তীব্র আন্দোলনের আশঙ্কায় ইশরাককে গ্রেপ্তার : রিজভী
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2022/04/06/rizvi.jpg)
তীব্র আন্দোলনের আশঙ্কায় বিএনপিনেতা ইশরাক হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে বলে মন্তব্য করেছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
আজ বুধবার দুপুরে রাজধানী ঢাকার পল্টনে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন থেকে এ কথা বলেন রিজভী।
রিজভী বলেন, ‘নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে আজ বুধবার মতিঝিল এলাকায় শ্রমিক দল ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে প্রচারপত্র বিলি করছিল ইশরাক। এ সময় গত নির্বাচনে বিএনপি’র মেয়র প্রার্থী এবং বিএনপি’র আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটির সদস্য প্রকৌশলী ইশরাক হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।’
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব আরও বলেন, ‘তারুণ্যদীপ্ত এ বলিষ্ঠ নেতার গ্রেপ্তার ন্যাক্কারজনক। সরকারের বিরুদ্ধে তীব্র আন্দোলনের আশঙ্কায় ইশরাক হোসেন এর মতো বিএনপির তরুণ নেতাকে আটক করা শুরু হয়েছে।’
ইশরাক হোসেনকে গ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে রিজভী বলেন, ‘সরকার সকল ব্যর্থতায় হাবুডুবু খাচ্ছে। সেজন্য জনদৃষ্টি ভিন্নখাতে প্রবাহিত করতে ইশরাক হোসেনকে গ্রেপ্তার করা হলো।’
রিজভী বলেন, ‘গ্যাস নেই, চুলা ঠান্ডা, রাস্তায় যানজট, বিদ্যুতের সীমাহীন লোডশেডিং, দুর্গন্ধময় ওয়াসার ময়লা পানি, বাজারে আগুন। চাঁদাবাজি, ছিনতাই, সড়কে মৃত্যু, খুন, ডায়রিয়াসহ নিত্যপণ্যের দাম আওয়ামী সিন্ডিকেট লাগামহীন ঘোড়ার পিঠে চড়িয়ে দিয়েছে।’
‘বেশির ভাগ মানুষ চরম অর্থনৈতিক সংকটে নিপতিত’ উল্লেখ করে বিএনপির এ নেতা বলেন, ‘বিশেষজ্ঞেরা বলছেন, শেখ হাসিনার হাতে দেশ থাকলে অচিরে শ্রীলঙ্কার মতো করুণ পরিণতি ভোগ করতে হবে।’
রিজভী বলেন, ‘রমজানের প্রথম দিন থেকেই সরকারের ব্যর্থতা আর ইচ্ছাকৃত অব্যবস্থাপনার শিকার হয়ে সাধারণ মানুষের জীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। লোডশেডিংয়ের পাশাপাশি এখন চলছে গ্যাসশেডিং। বিদ্যুৎ যাচ্ছে-আসছে। এ আছে, এই নেই। লাইনে পানি আছে, তো গ্যাস নেই। আবার গ্যাস থাকলে, পানি নেই। তীব্র গ্যাস সংকটে রোজা রেখে ইফতারিও তৈরি করতে পারছে না।’
অ্যাডভোকেট রিজভী বলেন, ‘বাসায় যখন গ্যাস নেই, তখন তৈরি হয়েছে আরেক দুঃসংবাদ। ফের বাড়ানো হয়েছে এলপিজির দাম। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে বাইরে থেকে ইফতারি কেনা মানুষের জন্য তৈরি করছে বাড়তি সংকট।’
রিজভী বলেন, ‘করোনা মহামারির প্রকোপ কমলেও নতুন করে দেখা দিয়েছে ডায়রিয়া। প্রতি মিনিটে একজন এবং প্রতিদিন হাজারেরও বেশি রোগী ভর্তি হচ্ছেন হাসপাতালে। বিশেষ করে শিশুদের নিয়ে চিন্তিত হয়ে পড়েছেন অভিভাবক মহল। বিশেষজ্ঞরা বলছেন, ওয়াসার দূষিত পানির কারণে এ ডায়রিয়ার প্রকোপ দেখা দিয়েছে।’
ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তাকসিম এ খানের বক্তব্যের নিন্দা জানিয়ে রিজভী বলেন, “গতকাল মঙ্গলবার গর্ব করে তাকসিম বলেছেন, ‘আমার বাসার পানিতেও দুর্গন্ধ আছে।’ এ ব্যর্থতা স্বীকারের পরেও তিনি চেয়ার আঁকড়ে রেখেছেন। ঢাকা ওয়াসায় লুটপাটের বিশাল সিন্ডিকেটের মাথার মণি করে তাঁকে ১৩ বছর এমডি করে রেখেছেন প্রধানমন্ত্রী।”