দিল্লি থেকে শনিবার দেশে ফিরছেন ওবায়দুল কাদের
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2021/08/15/oka_0.jpg)
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ফাইল ছবি।
স্বাস্থ্য পরীক্ষা শেষে আগামীকাল শনিবার দেশে ফিরবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা শেখ ওয়ালিদ ফয়েজ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সডক পরিবহণ ও সেতুমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা শেষে আগামীকাল (শনিবার) সকালে ঢাকার উদ্দেশে নয়াদিল্লি ছাড়বেন। ভিসতারা এয়ারলাইন্সের ইউকে ১৮১ ফ্লাইট যোগে তাঁর ঢাকায় পৌছার কথা রয়েছে।
উল্লেখ্য, ওবায়দুল কাদের গত ২১ ফেব্রুয়ারি সোমবার নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্যে ভারতের রাজধানী দিল্লি যান।