দুই কোটি পরিবারকে রেশন দেওয়ার প্রস্তাব জাফরুল্লাহর

দেশের দুই কোটি পরিবারকে রেশনের মাধ্যমে খাবার দেওয়ার প্রস্তাব দিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা জাফরুল্লাহ চৌধুরী। তিনি বলেছেন, ‘দ্রব্যমূল্য আজকে শ্বাসরুদ্ধকর অবস্থায় চলে গেছে। সরকার ঘোষণা দিয়েছে, এক কোটি মানুষকে টিসিবির খাবার দেওয়া হবে। এটাও একটা ভুল সিদ্ধান্ত।’
আজ সোমবার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ কল্যাণ পার্টি আয়োজিত অনুষ্ঠানে জাফরুল্লাহ চৌধুরী এসব কথা বলেন।
জাফরুল্লাহ বলেন, 'মুক্তি কোন পথে, কতদূর? স্বাধীনতা কতটুকু সুরক্ষিত? মুক্তির বাহন শিক্ষা- ধর্ম শিক্ষার প্রতি অবহেলা কেন? জিডিপি কি মুক্তির সূচক? মানুষের কষ্ট মাপার সূচক কি?'
জাফরুল্লাহ চৌধুরী আরও বলেন, ‘টিসিবির পণ্যের জন্য লাইন ধরে ছেলে, মেয়ে, পুরুষ। চেহারা দেখলেও তো বোঝা যায়, কে কোন শ্রেণি থেকে এসেছে। তাঁদেরকে রাস্তায় দাঁড় করিয়ে দেওয়া হয়েছে।’
প্রধানমন্ত্রীর উদ্দেশে জাফরুল্লাহ বলেন, ‘জাতিকে ভিক্ষুকের জাতিতে পরিণত করবেন না । বিরোধী দল ন্যায্য আন্দোলন করছে। আপনিও হয়তো জিনিসের দাম কমাতে চান, কিন্তু পারছেন না। সেটা আপনার ব্যর্থতা। সেখানে তাঁদেরকে আক্রমণ করছেন। এটা ভুল করছেন।’
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম। আলোচনায় সবার সম্মিলিত সিদ্ধান্ত জানিয়ে তিনি বলেন, ‘আমরা সবাই সম্মিলিতভাবে সিদ্ধান্ত নিচ্ছি, দশম শ্রেণির সিলেবাস থেকে আগামী বছরের পরীক্ষাতে ধর্ম শিক্ষা বাদ দেওয়া যাবে না। সেই সঙ্গে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণসহ এই সরকারকে প্রতিহত করতে হবে।’
বাংলাদেশের সীমান্তঘেঁষা দুটি দেশই ভীষণ রকম মুসলিম বিদ্বেষী উল্লেখ করে ডাকসুর সাবেক ভিপি নুরুল হক বলেন, ‘আজকে আপনি (প্রধানমন্ত্রী) যদি ইউক্রেনকে রাশিয়ার দখলের স্বীকৃতি দেন, তাহলে আপনার প্রতিবেশীরা যদি বাংলাদেশ দখল করতে চায়, তখন কী করবেন?’ বর্তমান সরকার নিজের সুবিধার জন্য এই আগ্রাসন সমর্থন দিচ্ছে বলেও অভিযোগ করেন নুরুল হক।
এ সময় আরও বক্তব্য দেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী এহসানুল হক মিলন, প্রগতিশীল ন্যাপের আহ্বায়ক পরশ ভাসানী, জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত প্রমুখ।