দেশের লুটের টাকা ভোট চোরদের পকেটে যাচ্ছে : আমীর খসরু
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2023/01/16/amir-khosru.jpg)
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘দেশের মানুষের ক্রয় ক্ষমতা সর্বনিম্নে নেমে এসেছে। আজকে সাধারণ মানুষের কাছ থেকে উচ্চট্যাক্স, উচ্চবিলের মাধ্যমে টাকা লুট করা হচ্ছে। আর এ টাকা ভোটচোরদের কাছে যাচ্ছে। তারা ১০ হাজার কোটি টাকার কাজ ৩০ হাজার কোটি টাকা করে লুট করে নিয়ে যাচ্ছে।’
আজ সোমবার (১৬ জানুয়ারি) বিকেলে বিএনপির নয়াপল্টন কার্যালয়ের সামনে ১০ দফাসহ বিদ্যুতের মূল্য কমানোর দাবিতে এক সমাবেশে তিনি এসব কথা বলেন। সমাবেশে সভাপতিত্ব করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমান উল্লাহ আমান। সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।
আমীর খসরু বলেন, ‘বিদেশ গমন ও বিভিন্ন প্রকল্পের নামে জনগণের টাকা চুরি হচ্ছে। লাখ লাখ কোটি টাকা বিদেশে পাচার হচ্ছে। এই লুটপাট আগামীতে আর করতে দেওয়া হবে না। এখন দুবাই, কানাডা, লন্ডনে তাদের সম্পত্তি প্রকাশ পাচ্ছে। সব কিছুর বিচার হবে।’
বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য আরও বলেন, ‘নেতাদের গ্রেপ্তার করে, অত্যাচার করে আন্দোলন দমানোর সুযোগ নেই। আজকে আন্দোলন বাংলাদেশের জনগণের হাতে চলে গেছে। আগামী যে আন্দোলনের কর্মসূচি আসবে, তাতে এ সরকার বিদায় নিতে বাধ্য হবে।’