দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে সিলেটে ইসলামী আন্দোলনের সমাবেশ

পেঁয়াজসহ অন্যান্য দ্রব্যমূল্যের অস্বাভাবিক ঊর্ধ্বগতির প্রতিবাদে সিলেটে সমাবেশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। শুক্রবার বিকেলে নগরীর রেজিস্ট্রি মাঠে সংগঠনটির সিলেট জেলা ও মহানগর কমিটি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন দলের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।
এ সময় দুর্নীতি, দুঃশাসন, সন্ত্রাস ও মাদকমুক্ত রাষ্ট্র প্রতিষ্ঠা, আইনশৃঙ্খলার উন্নতি ও মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তিকারীদের সর্বোচ্চ শাস্তির আইন পাসের দাবি জানানো হয়।
চরমোনাই পীর বলেন, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আজ সংকটাপন্ন। জনগণ তাদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত। দুর্নীতিবাজ, লুটেরা ও তাবেদার শক্তি দেশের মানুষকে জিম্মি করে রেখেছে। জনগণের অধিকার প্রতিষ্ঠায় তীব্র গণজাগরণ সৃষ্টি করতে হবে।
এ ছাড়া ভারতের বাবরি মসজিদের রায় প্রসঙ্গে মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেন, ‘এই রায় ধর্মনিরপেক্ষতাকে প্রশ্নবিদ্ধ করেছে।’
সিলেট মহানগর সভাপতি আলহাজ নযীর আহমদের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন সংগঠনের নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম। বিশেষ অতিথির বক্তব্য দেন সংগঠনের মহাসচিব অধ্যক্ষ হাফিজ মাওলানা ইউনুস আহমদ, রাজনৈতিক উপদেষ্টা অধ্যাপক আশরাফ আলী আকন, সহ-সাংগঠনিক সম্পাদক কে এম আতিকুর রহমান ও সদস্য অধ্যাপক ডা. মোয়াজ্জেম হোসেন খান।