নওগাঁর বাজারে উঠতে শুরু করেছে শীতকালীন সবজি
নওগাঁয় সদরের পাইকারি বাজার, বিভিন্ন আঞ্চলিক বাজারসহ গ্রামীণ হাটবাজারে এখন শীতের শাকসবজির ব্যাপক সমাহার দেখা যাচ্ছে। এসব সবজির দামও রয়েছে সবার ক্রয়ক্ষমতার মধ্যে।
নওগাঁ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ শামসুল ওয়াদুদ জানান, চলতি শীত মৌসুমে জেলায় মোট দুই হাজার ৫৮০ হেক্টর জমিতে শাকসবজির আবাদ হয়েছে। এসব শাকসবজির মধ্যে রয়েছে শিম, ফুলকপি, বাঁধাকপি, বেগুন, করলা, বরবটি, মূলা, লালশাক, পালংশাক, সবুজশাক ইত্যাদি।
নওগাঁ কৃষি সম্প্রসারণ সূত্রমতে, উপজেলাভিত্তিক শীতকালীন শাকসবজি চাষের পরিমাণ হচ্ছে নওগাঁ সদর উপজেলায় ৫৪০ হেক্টর, রানীনগরে ৮০ হেক্টর, আত্রাইয়ে ৮০ হেক্টর, বদলগাছিতে ৮০ হেক্টর, মহাদেবপুরে ২৬০ হেক্টর, পত্নীতলায় ২৪৫ হেক্টর, ধামইরহাটে ৪৭৫ হেক্টর, সাপাহারে ২০ হেক্টর, পোরশায় ৮০ হেক্টর, মান্দায় ৫২০ হেক্টর এবং নিয়ামতপুর উপজেলায় ২০০ হেক্টর।