নদীতে মাছ ধরতে নেমে লাদেনের মৃত্যু
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2021/08/27/rangpur.jpg)
রংপুরের মিঠাপুকুর উপজেলার ফতেহপুরে ঘাঘট নদীতে আজ শুক্রবার মাছ ধরতে নেমে নিখোঁজ হন লাদেন মিয়া। পরে ফায়ার সার্ভিসের ডুবুরিরা লাশ উদ্ধার করেন। এ সময় নদীর পাড়ে লোকজন ভিড় করে। ছবি : এনটিভি
রংপুরের মিঠাপুকুর উপজেলার ফতেহপুরে ঘাঘট নদীতে মাছ ধরতে নেমে নিখোঁজ লাদেন মিয়া নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিসের মিঠাপুকুর স্টেশন অফিসার মশিউর রহমান জানান, শুক্রবার ভাঙনি ইউনিয়নের ঘাঘট নদীর ওই ঘাটে মাছ ধরতে নামেন স্থানীয় যুবক লাদেন মিয়া। সেখানেই নিখোঁজ হন তিনি। স্থানীয়রা তাঁকে উদ্ধার করতে না পেরে ফায়ার সার্ভিসকে খবর দেন। ফায়ার সার্ভিসের ডুবুরিরা দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে তাঁর লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে।
নিহত লাদেন মিয়া স্থানীয় আবদুল হাকিমের ছেলে। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।