নদী থেকে ফুটবল তুলতে গিয়ে দুই কলেজছাত্র নিখোঁজ
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2021/07/29/kusthia-sink.jpg)
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় পদ্মা নদীতে পড়ে যাওয়া ফুটবল তুলতে গিয়ে স্রোতের টানে দুইজন কলেজছাত্র নিখোঁজ হয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুর ১টার দিকে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের আবেদের ঘাট সংলগ্ন পদ্মা নদীতে এ দুর্ঘটনা ঘটে।
নিখোঁজ দুই কলেজছাত্র হলেন ফিলিপনগর কবিরাজপাড়া গ্রামের বাবুল কবিরাজের ছেলে ইউসুফ আলী (১৯) ও একই গ্রামের সামিরুল ইসলাম সম্রাট (১৮)। তারা দুজনেই ফিলিপনগর মরিচা (পিএম) ডিগ্রি কলেজের ছাত্র।
প্রত্যক্ষদর্শী জানায়, ইউসুফ ও সম্রাটসহ কয়েকজন বন্ধু পদ্মার চরে ফুটবল খেলছিলেন। এ সময় ফুটবলটি পদ্মা নদীতে পড়ে যায়। এ সময় সামিরুল ও সম্রাট নদীতে নেমে ফুটবল তুলতে যান। কিন্তু তারা পদ্মার প্রবল স্রোতে তলিয়ে যান। খবর পেয়ে স্থানীয়রা নৌকা নিয়ে তাদের উদ্ধারে চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়।
বিকেল সাড়ে ৪টার দিকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত ভেড়ামারা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে নিখোঁজ ছাত্রদের উদ্ধারে পদ্মা নদীতে অভিযান চালাচ্ছে বলে স্থানীয়রা জানিয়েছে।
ফিলিপনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও নিখোঁজ ছাত্রদের প্রতিবেশী ফজলুল হক কবিরাজ জানান, পদ্মা নদীতে ডুবে ইউসুফ ও সামিরুল নামের দুজন কলেজছাত্র নিখোঁজ হয়েছে। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কর্মীরা উদ্ধারকাজ শুরু করেছে।