মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেল কিশোরের

এআই জেনারেটেড প্রতীকী ছবি
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে ইসমাইল হোসেন (১৫)নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।
শনিবার (১২ এপ্রিল) বিকেলে গোমস্তাপুর ইউনিয়নের খোসালপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। নিহত কিশোর ওই ইউনিয়নের চাইপাড়ার আবু বক্করের ছেলে।
স্থানীয়রা জানায়, শনিবার বিকেলে ইসমাইল হোসেন মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা গাছের সঙ্গে ধাক্কা খেয়ে গুরুতর আহত হয়। পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রইসউদ্দিন জানান, নিহত ওই কিশোরের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।