নবজাতক হত্যা মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় ১৭ দিনের নবজাতককে ঘুমন্ত মায়ের কোল থেকে নিয়ে হত্যার ঘটনায় গ্রেপ্তার শিশুটির বাবা সুজন খানের (২৮) তিন দিনের রিমান্ডে মঞ্জুর করেছেন আদালত। আজ রোববার বিকেলে বাগেরহাটের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সমীর মল্লিক এই আদেশ দেন।
গত ১৫ নভেম্বর দিবাগত রাতে মোরেলগঞ্জ উপজেলার গাবতলা গ্রামে ঘুমন্ত শান্তা আক্তারের কোল থেকে তাঁর ১৭ দিন বয়সী নবজাতক সুমাইয়া আক্তার সোহানাকে চুরি করে নিয়ে বাবা সুজন খান হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করে লাশ পুকুরে ফেলে দেন।
এ ঘটনায় পরের দিন রাতে শিশুটির দাদা মো. আলী হোসেন খান বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে মোরেলগঞ্জ থানায় মামলা করেন। ১৮ নভেম্বর সকালে শিশুটির লাশ বাড়ির পাশের পুকুরে ভেসে থাকতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পরে পুলিশ শিশুটির বাবা সুজন খানকে আটক করে তাঁর দেওয়া স্বীকারোক্তি অনুযায়ী হত্যাকাণ্ডে ব্যবহৃত হাতুড়ি উদ্ধার করে। সুজন খানকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ সাত দিনের রিমান্ডের আবেদন জানালে বিচারক আজ তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। একইসঙ্গে এ ঘটনায় নিহত নবজাতকের চাচা রিপন খান ও ফুফা হাসিব শেখের ডিএনএ পরীক্ষারও নির্দেশ দিয়েছেন আদালত।