নয়াপল্টনে ছাত্রদল-পুলিশ ধাওয়া-পাল্টাধাওয়া, মজনু আটক
বিএনপি ঢাকা মহানগর দক্ষিণের সদস্যসচিব রফিকুল আলম মজনুকে আটক করেছে পুলিশ। বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ আজ রোববার রাতে এনটিভি অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেন।
আবদুস সালাম আজাদ বলেন, নয়াপল্টনে ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের পর বিএনপি ঢাকা মহানগর দক্ষিণের সদস্যসচিব রফিকুল ইসলাম মজনুসহ ২০ থেকে ২৫ নেতাকর্মীকে গ্রেপ্তার করে পুলিশ।
আব্দুস সালাম আজাদ অভিযোগ করে বলেন, মজনুসহ ২০-২৫ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেই ক্ষান্ত হয়নি পুলিশ, এখনো বিএনপির কেন্দ্রীয় কার্যালয় এবং মহানগর কার্যালয় অবরুদ্ধ করে রেখেছে।
রাজধানীর রূপনগর এলাকায় ছাত্রদলের কর্মিসভায় পুলিশের বাধা দেওয়ার অভিযোগ তুলে আজ সন্ধ্যায় নয়াপল্টনে প্রতিবাদ মিছিল করে জাতীয়তাবাদী ছাত্রদল। এ সময় পুলিশ তাদের ওপর হামলা করে বলে অভিযোগ করেন সংগঠনটির নেতাকর্মীরা।
এ ঘটনায় নয়াপল্টন ও আশপাশের এলাকায় বেশকিছু সময় ধরে পুলিশ এবং ছাত্রদল নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া এবং ইটপাটকেল নিক্ষেপ চলে। এ সময় পুলিশসহ বেশ কয়েকজন আহত হয় বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা।
সংঘর্ষের সময় ঘটনাস্থল থেকে ছাত্রদলের কয়েকজন কর্মীকে আটক করা হয়েছে। ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ নেওয়াজ বলেন, বিনা উস্কানিতে পুলিশ আমাদের উপর হামলা করেছে। আজ মহানগর পশ্চিমের আওতাধীন রূপনগরে ছাত্রদলের কর্মিসভায় বাধা দেয় পুলিশ৷ আমরা তারই প্রতিবাদে বিক্ষোভ মিছিল করলে সেখানে হামলা করা হয়৷
ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল বলেন, রূপনগরে আমাদের কর্মিসভায় পুলিশ হামলা করে। এতে আমিসহ কয়েকজন আহত হই। এ ঘটনার প্রতিবাদে নয়াপল্টনে মিছিল বের করলে পুলিশ আবার হামলা করে।