নরসিংদী রেল স্টেশনে তরুণী লাঞ্ছিত, ভিডিও ভাইরাল
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2022/05/20/narsingdi-news-pic.jpg)
আধুনিক পোশাক পরার অভিযোগে নরসিংদী রেল স্টেশনে গতকাল বুধবার এক তরুণীকে লাঞ্ছিত হওয়ার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বুধবার ঢাকা থেকে দুই যুবক ও এক তরুণী নরসিংদীতে বেড়াতে আসেন। ওই দুই যুবক ও তরুণী ট্র্রেন থেকে নেমে স্টেশনে অবস্থান করছিলেন। এ সময় এক মহিলা তাদের পোশাক দেখে বাজে ও নোংরা মন্তব্য করেন। একপর্যায়ে স্টেশনের স্থানীয় বখাটেরাসহ ওই মহিলা তাদের মারধর শুরু করেন এবং মেয়েটির পোশাক ধরে টানাটানি করেন। পরে তরুণ-তরুণীরা নিরুপায় হয়ে স্টেশন মাস্টারের রুমে আশ্রয় নেন।
এদিকে তরুণীকে লাঞ্ছিতের ভিডিও ভাইরাল হলে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিন্দার ঝড় ওঠে। একই সঙ্গে বখাটে ও ওই উচ্ছৃঙ্খল মহিলাকে আটকের দাবি ওঠে।
স্টেশন মাস্টার এটিএম মুছা জানিয়েছেন, আধুনিক পোশাক পরিধান করা নিয়ে এই ঘটনা ঘটে।
স্টেশন পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইমায়েদুল জাহেদি জানান, ঘটনাটির বিষয়ে আমরা তদন্ত করছি। দোষীদের শাস্তির আওতায় আনা হবে।