নলছিটিতে ইউপি নির্বাচনকে কেন্দ্র করে বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের হামলা, ভাঙচুর

ঝালকাঠির নলছিটি উপজেলার কুলকাঠি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে কেন্দ্র করে বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের হামলায় আওয়ামী লীগের চেয়ারম্যান পদপ্রার্থীর ২০ কর্মী আহত হয়েছে। গতকাল বুধবার রাতে কুলকাঠি ইউপি এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও আহতরা জানায়, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান চেয়ারম্যান এইচ এম আখতারুজ্জামান বাচ্চুর কর্মী-সমর্থকরা গতকাল রাতে কুলকাঠি ইউনিয়ন পরিষদে প্রচার-প্রচারণার প্রস্তুতি নিচ্ছিল। এ সময় দলের বিদ্রোহী প্রার্থী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামসুল আলম মল্লিকের নেতৃত্বে তাঁর লোকজন দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় বাচ্চুর কর্মী-সমর্থকরা ইউনিয়ন পরিষদের কয়েকটি কক্ষে আশ্রয় নিলে হামলাকারীরা সেখানেও হামলা ও ভাঙচুর চালায়। তারা কুপিয়ে ও পিটিয়ে বাচ্চুর ২০ কর্মী সমর্থককে আহত করে। ভাঙচুর করা হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্থানীয় সংসদ সদস্য আমির হোসেন আমুর ছবিও।
এ ঘটনার পর পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। পরে আহতদের উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতাল ও নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহমেদ জানান, পুলিশ খবর পেয়ে সেখানে গিয়ে আহতদের উদ্ধার করে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।