নাটোরে দুর্বৃত্তদের হামলায় ৩ বাস মালিক আহত
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2022/04/22/natore.jpg)
নাটোর জেলা বাস-মিনিবাস মালিক সমিতির কার্যালয়ে ঢুকে তিন বাস মালিককে পিটিয়ে আহত করেছে দুর্বৃত্তেরা। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। ৫ মে সমিতির নির্বাচন বানচাল করতে ভাড়াটে সন্ত্রাসী দিয়ে হামলা চালানো হয়েছে বলে অভিযোগ আহতদের।
আহতেরা হলেন—মজিবর রহমান, বাবুল আক্তার ও আব্দুর রশিদ। তাঁরা জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন।
জানা গেছে, দেশীয় অস্ত্র নিয়ে একদল যুবক শহরের কানাইখালী এলাকার বাস মালিক সমিতির কার্যালয়ে প্রবেশ করে। কোনো কিছু বুঝে ওঠার আগেই প্রবীণ ওই তিন বাস মালিককে পিটিয়ে চলে যায় তারা। পরে আহতদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করেন সমিতির অন্যান্যরা।
খবর পেয়ে গতকাল রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।
অতিরিক্ত পুলিশ সুপার তারেক জুবায়ের জানান, সিসিটিভি ফুটেজ দেখে অপরাধীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।
পুলিশের এ কর্মকর্তা আরও জানান, আহতেরা অভিযোগ করেছেন যে, আসন্ন ৫ মে সমিতির নির্বাচন বানচাল করতে ভাড়াটে সন্ত্রাসী দিয়ে হামলা চালানো হয়েছে।